আমেরিকা-ইসরাইল একই মুদ্রার এপিঠ-ওপিঠ: আব্দুল-মালিক হুথি
-
আব্দুল-মালিক বদরুদ্দিন আল-হুথি
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল একই মুদ্রার দুই পিঠ। দুই সরকারই সৌদি আরবের বর্বরোচিত সামরিক আগ্রাসনের মাধ্যমে ইয়েমেনকে ধ্বংস করতে চায়।
ইয়েমেনের সা’দায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জনসমাবেশে দেয়া ভাষণে এ মন্তব্য করেন আব্দুল-মালিক হুথি।
তিনি বলেন, আমেরিকা, ইসরাইল ও তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যের জাতিগুলোর ওপর নিজেদের মূল্যবোধ চাপিয়ে দিতে চায়। শত্রুরা এ অঞ্চলে নিজেদের স্বার্থ হাসিলের কাজে ইয়েমেনকে একটি মূল্যহীন হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
হুথি বলেন, ইয়েমেন থেকে শুরু করে সিরিয়া, লেবানন ও ইরাকের স্বাধীনচেতা বাহিনীগুলোকে আমেরিকা ‘দুর্বৃত্ত’ বলে মনে করে। সেইসঙ্গে পাশ্চাত্যের দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের এসব দেশের নির্যাতিত জনগোষ্ঠীর জন্য সমবেদনা জানানো ‘অপরাধ’ হিসেবে বিবেচিত হয়।
আমেরিকা মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিগুলোকে নিজের তাবেদার বানাতে চায় বলেও জানান আনসারুল্লাহ আন্দোলনের নেতা।
তিনি বলেন, ইয়েমেনের জনগণের ওপর পাশবিক গণহত্যা মার্কিন নেতাদের চোখে কোনো অপরাধ নয়। কিন্তু এই নির্যাতিত স্বাধীনচেতা বাহিনীগুলো আগ্রাসন প্রতিহত করার জন্য যখন নিজেদের মধ্যে সহযোগিতা গড়ে তোলে তখন ওয়াশিংটনের দৃষ্টিতে তা অপরাধ বলে বিবেচিত হয়।
তিনি আগ্রাসী শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে দেশরক্ষায় এগিয়ে আসার জন্য ইয়েমেনের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানান।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪