ইরাকে আমেরিকার এক হামলায় ১০৫ বেসামরিক মানুষ নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i38694-ইরাকে_আমেরিকার_এক_হামলায়_১০৫_বেসামরিক_মানুষ_নিহত
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে গত মার্চ মাসে একটি মার্কিন বিমান হামলায় অন্তত ১০৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তদন্তে এ তথ্য উঠে এসেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২৬, ২০১৭ ০৫:৫৭ Asia/Dhaka
  • ১৭ মার্চের মার্কন বিমান হামলায় ধসে পড়া ভবন
    ১৭ মার্চের মার্কন বিমান হামলায় ধসে পড়া ভবন

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে গত মার্চ মাসে একটি মার্কিন বিমান হামলায় অন্তত ১০৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তদন্তে এ তথ্য উঠে এসেছে।

গত ১৭ মার্চ মার্কিন জঙ্গিবিমান মসুলের পশ্চিম অংশের আল-জাদিদা এলাকায় অবস্থিত একটি কংক্রিটের তৈরি ভবনে ভয়বাহ বিমান হামলা চালায়। হামলায় ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।          

পেন্টাগন এক বিবৃতিতে ওই ভবনে মার্কিন বিমান হামলার খবর নিশ্চিত করেছে।তবে মার্কিন হামলায় ভবনটি ধসে পড়েছে নাকি উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের মজুদ করা বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণে এটি ধসে পড়েছে সে বিষয়ে তদন্ত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।                 

ওই তদন্তের বরাত দিয়ে পেন্টাগন বৃহস্পতিবার জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত ৫০০ পাউন্ড ওজনের জিবিইউ-৩৮ বোমা ভবনটির ওপর আঘাত হানার পর দায়েশের পক্ষ থেকে গোপনে রক্ষিত একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। ফলে ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।  

পেন্টাগনের তদন্তে নেতৃত্ব দানকারী মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ম্যাথিউ সি. ইসলার বলেছেন, ওই ভবনটি ধসে পড়ার ফলে সেখানে উপস্থিত ১০১ বেসামরিক ব্যক্তি নিহত হয়। বিস্ফোরণের প্রচণ্ডতা এত বেশি ছিল যে, ওই ভবনের নিকটবর্তী একটি বাড়ির চার অধিবাসীও এতে প্রাণ হারায়।

জেনারেল ইসলার বলেন, এখনো ওই ভবনের ৩৬ অধিবাসী নিখোঁজ রয়েছে। তিনি দাবি করেন, ভবনটিতে এত বেশি বেসামরিক মানুষের উপস্থিতি কিংবা দায়েশ সন্ত্রাসীদের পেতে রাখা বোমার কথা মার্কিন বাহিনীর জানা ছিল না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬