মধ্যপ্রাচ্যে এবং লিবিয়ার গোলযোগের জন্য পাশ্চাত্য দায়ী: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/west_asia-i39020-মধ্যপ্রাচ্যে_এবং_লিবিয়ার_গোলযোগের_জন্য_পাশ্চাত্য_দায়ী_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্যের যেসব দেশ সরকার উৎখাতের নীতিকে সমর্থন করেছে এবং সন্ত্রাসীদেরকে তহবিল যোগান দিয়েছে, বৃহত্তর মধ্যপ্রাচ্যে বিশেষ করে লিবিয়ার গোলযোগ এবং সন্ত্রাসী হামলার জন্য তারাই দায়ী।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মে ৩০, ২০১৭ ১৩:০৯ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্যের যেসব দেশ সরকার উৎখাতের নীতিকে সমর্থন করেছে এবং সন্ত্রাসীদেরকে তহবিল যোগান দিয়েছে, বৃহত্তর মধ্যপ্রাচ্যে বিশেষ করে লিবিয়ার গোলযোগ এবং সন্ত্রাসী হামলার জন্য তারাই দায়ী।

মিশরের রাজধানী কায়রোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ্‌ শুকরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন ল্যাভরভ। এর আগে রাশিয়া এবং মিশরের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা যৌথ বৈঠক করেছেন।

বৈঠকের আলোচ্য সূচিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। বিশ্বে সন্ত্রাসের হুমকিকে কার্যকরভাবে মোকাবেলায় যৌথ তৎপরতার ওপর গুরুত্বারোপ করেছে উভয় পক্ষ।

মিশরে সম্প্রতি কপ্টিক খ্রিস্টানদের বিরুদ্ধে হামলার ঘটনার মধ্যদিয়ে সতর্কতার প্রয়োজন তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করেন ল্যাভরভ। তিনি বলেন, বিশ্বজুড়ে সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদারের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

গত ২৬ মে কপ্টিক খ্রিস্টানবাহী বাসের ওপর দায়েশের হামলার বিষয়টি উল্লেখ করে এসব কথা বলেন তিনি। ওই হামলায় শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। হামলাকে কেন্দ্র করে লিবিয়ার কয়েকটি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে কয়েক দফা বিমান হামলা চালিয়েছিল মিশর।

লিবিয়ার চলমান সংঘর্ষ এবং মিশরসহ প্রতিবেশী দেশগুলোর ওপর এর হুমকি নিয়েও কথা বলেন ল্যাভরভ।  তিনি বলেন, লিবিয়ার গোলযোগে পাশ্চাত্যের জড়িত থাকার ফলে দেশটি সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হয়েছে।

লিবিয়ায় বোমা হামলা করা হয়েছে এবং ত্রিপোলির সরকারকে জোর করে উৎখাত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে দেশটি সন্ত্রাসী ও অপরাধীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ইউরোপ থেকে আগত সন্ত্রাসীদের সহায়তার জন্য লিবিয়ার সরকার উৎখাত করা হয়েছে। দায়িত্বজ্ঞানহীন নীতির ফলে সৃষ্ট গোলযোগের দায় স্বীকার করার জন্য পাশ্চাত্যের দেশগুলোর প্রতি আহ্বান জানান ল্যাভরভ।#

পার্সটুডে/মূসা রেজা/৩০