মসুল বিজয়ে মার্কিন বাহিনীর কোনো ভূমিকা নেই: হাশদ আশ-শাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i41330-মসুল_বিজয়ে_মার্কিন_বাহিনীর_কোনো_ভূমিকা_নেই_হাশদ_আশ_শাবি
উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কবল থেকে মসুল শহর পুনরুদ্ধারে মার্কিন বাহিনীর কোনো ভূমিকা ছিল না বলে ইরাকি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। দায়েশের কাছ থেকে মসুল পুনর্দখলে মার্কিন সেনাবাহিনী প্রধান ভূমিকা পালন করেছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করার পর ইরাকি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বক্তব্য এলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০২, ২০১৭ ১৭:২৭ Asia/Dhaka
  • ইরাকের  গণবাহিনী হাশদ আশ শাবির মুখপাত্র করিম আল নূরি
    ইরাকের গণবাহিনী হাশদ আশ শাবির মুখপাত্র করিম আল নূরি

উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কবল থেকে মসুল শহর পুনরুদ্ধারে মার্কিন বাহিনীর কোনো ভূমিকা ছিল না বলে ইরাকি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। দায়েশের কাছ থেকে মসুল পুনর্দখলে মার্কিন সেনাবাহিনী প্রধান ভূমিকা পালন করেছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করার পর ইরাকি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বক্তব্য এলো।

ইরাকের পুরোনো মসুলে সাম্প্রতিক সাফল্যের ফলে দায়েশের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনী চূড়ান্ত বিজয়ের কাছাকাছি রয়েছে। দায়েশের শেষ আস্তানাগুলো গুঁড়িয়ে দিতে ইরাকি নিরাপত্তা বাহিনীর তিনটি শাখা এখন জোর তৎপরতা চালাচ্ছে।   

ইরাকের স্বেচ্ছাসেবী গণবাহিনী হাশদ আশ-শাবির মুখপাত্র করিম আল নূরি ইরানের 'মেহের' বার্তা সংস্থাকে জানিয়েছেন,  মসুলে কিছু সন্ত্রাসী এখন মৃত্যুর শেষ প্রহর গুণছে এবং এটা নিশ্চিত। তিনি বলেন, দায়েশের বিরুদ্ধে বিজয়ে ওয়াশিংটন কৃতিত্ব নিতে চায় এবং তা থেকে সুবিধা নিতে চায়। কিন্তু আমি অত্যন্ত জোর দিয়ে বলতে চাই, ইরাকি জনগণের বিরত্বের কারণেই এ বিজয় অর্জিত হয়েছে এবং এখানে মার্কিন সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই।   

নূরি বলেন, ইরাকে নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি সাম্প্রদায়িকার ইস্যু তুলে মসুলে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র রুখে দিয়েছে হাশদ আশ-শাবির যোদ্ধারা। তিনি আরো বলেন, তুরস্ক এবং কিছু স্থানীয় পক্ষ মসুলে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছিল। তবে হাশদ আশ-শাবি তাদের সেই ষড়যন্ত্র ধ্বংস করে দিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২