মসুলে দায়েশের সেকেন্ড ইন-কমান্ড নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i41700-মসুলে_দায়েশের_সেকেন্ড_ইন_কমান্ড_নিহত
ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সেকেন্ড ইন-কমান্ড আবু ইয়াহিয়া ইরাকি নিহত হয়েছে। মসুল শহরের রাস্তায় রাস্তায় ইরাকি সেনাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধের সময় এ শীর্ষ সন্ত্রাসী নিহত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৮, ২০১৭ ০২:১২ Asia/Dhaka
  • মসুলে ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনীর অগ্রাভিযান
    মসুলে ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনীর অগ্রাভিযান

ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সেকেন্ড ইন-কমান্ড আবু ইয়াহিয়া ইরাকি নিহত হয়েছে। মসুল শহরের রাস্তায় রাস্তায় ইরাকি সেনাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধের সময় এ শীর্ষ সন্ত্রাসী নিহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, আবু ইয়াহিয়া দায়েশের কথিত খলিফা আবু বকর আল-বাগদাদির ডেপুটি ছিলেন।

এদিকে, পুরনো মসুল শহরের সেলার এলাকায় দায়েশের আরেক শীর্ষ কমান্ডার আবু নাসের আশ-শামি মারা গেছে। ইরাকের ফেডারেল পুলিশের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রায়েদ শাকের জাওদাত শুক্রবার জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে পুরনো মসুল শহরে দায়েশের অন্তত ৮৩ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, সন্ত্রাসীদের তিনটি গোপন আস্তানা ও বোমা তৈরির একটি কারখানা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি একটি সুড়ঙ্গ পথ ও বেশকিছু গোলাবারুদ ধ্বংস করা হয়েছে বলে জেনারেল রায়েদ জানান।

ইরাকি সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি গত বছরের অক্টোবর মাস থেকে মসুল শহর মুক্ত করার লড়াইয়ে লিপ্ত রয়েছে। বর্তমানে শহরটির বেশিরভাগ সরকারি নিয়ন্ত্রণে চলে এসেছে এবং শহরটি পুরোপুরি মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮