আল জাজিরার সাংবাদিকের পরিচয়পত্র বাতিল করেছে ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i44308-আল_জাজিরার_সাংবাদিকের_পরিচয়পত্র_বাতিল_করেছে_ইহুদিবাদী_ইসরাইল
কাতারভিত্তিক প্যান-আরব সম্প্রচার সংস্থা আল জাজিরার এক ফিলিস্তিনি সাংবাদিকের পরিচয়পত্র বাতিল করেছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের পক্ষে অবস্থান নেয়ায় এ সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ১৭, ২০১৭ ১৩:২৭ Asia/Dhaka
  • আল জাজিরার সাংবাদিকের পরিচয়পত্র বাতিল করেছে ইহুদিবাদী ইসরাইল

কাতারভিত্তিক প্যান-আরব সম্প্রচার সংস্থা আল জাজিরার এক ফিলিস্তিনি সাংবাদিকের পরিচয়পত্র বাতিল করেছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের পক্ষে অবস্থান নেয়ায় এ সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।

ইসরাইলি সংবাদ জানিয়েছে,  আল কুদস(পূর্ব জেরুজালেম)য়ের আল জাজিরার সাংবাদিক ইলিয়াস কারিমের পরিচয় পত্র বাতিলের কথা জানিয়েছে ইসরাইলের প্রেস অফিস।

২০১৬ সালে দেয়া তার দেয়া এক সাক্ষাৎকারের বিরুদ্ধে তদন্ত করছে তেল আবিব। এ সাক্ষাৎকারে কারিম ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, অধিকৃত ভূখণ্ড বা সংঘাতপূর্ণ অঞ্চলের ফিলিস্তিনি সাংবাদিক  হিসেবে বলছি, প্রতিরোধ এবং রাজনৈতিক শিক্ষা নীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে সংবাদ মাধ্যম। 

সাংবাদিক ওই অঞ্চলের মানুষেরই অংশ তাই তাকে কলম, কথা বা ক্যামেরা দিয়ে দখলদার বিরোধী ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেছিলেন তিনি। তিনি বলেন, সাংবাদিককে তার নিজের মতো করে প্রতিরোধ করতে হবে।

ইসরাইলের প্রেস অফিস দাবি করেছে, এ ধরণের বক্তব্য দেয়ার পর বিদেশি নেটওয়ার্কের প্রতিনিধি হিসেবে কারিমের কাজ করার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

কারিমের পরিচয় বাতিলের ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য করতে অস্বীকার করেছে আল জাজিরা।

অবশ্য, এর আগে, আল জাজিরার আল কুদস(জেরুজালেম) দফতর বন্ধ করে দেয়ার  হবে বলে ঘোষণা করেছিল ইহুদিবাদী ইসরাইল। সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর জোট একই পদক্ষেপ নেয়ার পর এ পরিকল্পনার কথা ঘোষণা করেছিল ইসরাইল। এ ছাড়া, সৌদি জোটের গৃহীত পদক্ষেপের ভিত্তিতেই তেল আবিবও একই সিদ্ধান্ত নিতে চলেছে বলেও জানিয়েছিলেন ইসরাইলের যোগাযোগমন্ত্রী আয়োব কারা।#

পার্সটুডে/মূসা রেজা/১৭