সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসীদের নির্মূল করছে: আসাদ
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ
সিরিয়ার সেনাবাহিনী তার দেশে তৎপর বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের দমন করছে এবং একই সঙ্গে তারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আজ (রোববার) টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় আসাদ এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, "আমাদের সেনাবাহিনী প্রতিদিন এবং সপ্তাহের পর সপ্তাহ ধরে সন্ত্রাসীদের কাছ থেকে নতুন নতুন এলাকা পুনরুদ্ধার করছে, তাদেরকে নির্মূল করছে এবং তাদের নিয়ন্ত্রিত ভূখণ্ড পুর্নদখলে নিচ্ছে।" তিনি বলেন, আধুনিক যুদ্ধের ইতিহাসে একটি সুন্দর ও ইতিবাচক রোল-মডেল সৃষ্টি করেছে সিরিয়ার সেনা এবং মিত্রবাহিনী। "সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন আমাদের বন্ধুদের সহযোগিতায় তাদেরকে নির্মূল করবই।"
আসাদ আরো বলেন, "আমরা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা অব্যাহত রাখব এবং নতুন নতুন অর্থনৈতিক সুযোগ বের করার চেষ্টা করব।" তিনি বলেন, "আমাদের মিত্রদেশগুলোর সরাসরি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতার ফলেই আমরা আমাদের ভূখণ্ডগুলো সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এসব বন্ধুদেশই আমাদের সত্যিকারের অংশিদার।"#
পার্সটুডে/বাবুল আখতার/২০