হামাসের নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা প্রচেষ্টা; ইসরাইলকে দায়ী করলেন হানিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i47935-হামাসের_নিরাপত্তা_কর্মকর্তাকে_হত্যা_প্রচেষ্টা_ইসরাইলকে_দায়ী_করলেন_হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা প্রচেষ্টার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছেন সংগঠনের নেতা ইসমাইল হানিয়া। গাজার দার আশ-শিফা হাসপাতালে চিকিৎসাধীন হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক তৌফিক আবু নাইম’কে দেখতে গিয়ে ওই মন্তব্য করেন হানিয়া।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৮, ২০১৭ ০৯:৩৭ Asia/Dhaka
  • তৌফিক আবু নাইমকে দেখতে হাসপাতালে যান ইসমাইল হানিয়া
    তৌফিক আবু নাইমকে দেখতে হাসপাতালে যান ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা প্রচেষ্টার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছেন সংগঠনের নেতা ইসমাইল হানিয়া। গাজার দার আশ-শিফা হাসপাতালে চিকিৎসাধীন হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক তৌফিক আবু নাইম’কে দেখতে গিয়ে ওই মন্তব্য করেন হানিয়া।

হামাস প্রধান বলেন, আবু নাইমের হত্যা প্রচেষ্টায় জড়িতদের বিচার করা হবে। তবে হামাস বিশ্বাস করে এই জঘন্য কাজের  পেছনে মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছে  ইহুদিবাদী ইসরাইল।

শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় আবু নাইমকে বহনকারী গাড়ি বোমা হামলার শিকার হলে তিনি সামান্য আহত হন। গাজার আবু আল-হাসান মসজিদে জুমার নামাজ আদায় শেষে গাড়িতে ওঠার পরপরই ওই বোমা হামলার শিকার হন তিনি।

তৌফিক আবু নাইম (ফাইল ছবি)

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই বোমা হামলায় আবু নাইম ছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, হামলার পরপরই এর হোতাদের শনাক্ত ও গ্রেফতারের উদ্দেশ্যে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, হামাস নেতা ইসমাইল হানিয়া হাসপাতালে আবু নাইমকে দেখতে গিয়ে আরো বলেন, এই হামলার পেছনে যেই থাকুক না কেন তারা আমাদেরকে ফিলিস্তিনি মাতৃভূমি মুক্ত করার সংকল্প থেকে দূরে সরাতে পারবে না। তিনি এ হামলার হোতাদের বিচার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি আল-হামদাল্লাহ’র প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮