ইয়েমেনে সৌদি হামলায় প্রতিদিন হতাহত হচ্ছে ৫ শিশু: ইউনিসেফ
(last modified Wed, 17 Jan 2018 13:16:02 GMT )
জানুয়ারি ১৭, ২০১৮ ১৯:১৬ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি হামলায় প্রতিদিন হতাহত হচ্ছে ৫ শিশু: ইউনিসেফ

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলেছে, ইয়েমেনে গত প্রায় তিন বছরের হামলায় পাঁচ হাজারের বেশি শিশু হতাহত হয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে পাঁচটি শিশু হতাহত হচ্ছে।

ইয়েমেনে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি মিরচেলেত রিলানো বলেছেন, ইয়েমেনের ১৮ লাখ শিশু বর্তমানে অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে চার লাখ শিশুর জন্য জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন। তিনি আরও বলেছেন, ইয়েমেনের মোট শিশুর অর্ধেকই নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে বিশুদ্ধ পানি ও সুষম খাদ্যের অভাবে অনেক শিশু রোগাক্রান্ত হচ্ছে। 

ইউনিসেফ এ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে বলেছে, এক কোটি ১০ লাখের বেশি শিশুর জন্য এখনই মানবিক সহায়তা প্রয়োজন। ইয়েমেনে সৌদি আগ্রাসনের কারণে বর্তমানে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। 

ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের মার্চ থেকে সেদেশের জনগণের ওপর হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭