তুর্কি ট্যাংক আ’জাজ শহরে; হামলা প্রতিহতের অঙ্গীকার ওয়াইপিজি’র
https://parstoday.ir/bn/news/west_asia-i51699-তুর্কি_ট্যাংক_আ’জাজ_শহরে_হামলা_প্রতিহতের_অঙ্গীকার_ওয়াইপিজি’র
সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন সমর্থিত কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র গেরিলাদের বিতাড়িত করার জন্য তুরস্কের বহু ট্যাংক ও সাঁজোয়াযান সিরিয়ার আ’জাজ শহরে ঢুকে পড়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জানুয়ারি ২১, ২০১৮ ১৩:৩৬ Asia/Dhaka
  • তুরস্কের ট্যাংক বহর
    তুরস্কের ট্যাংক বহর

সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন সমর্থিত কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র গেরিলাদের বিতাড়িত করার জন্য তুরস্কের বহু ট্যাংক ও সাঁজোয়াযান সিরিয়ার আ’জাজ শহরে ঢুকে পড়েছে।

আজ (রোববার) তুর্কি সেনাদের স্থল অভিযান শুরু হতে পারে বলে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ঘোষণা দেয়ার পর এসব ট্যাংক ও সাঁজোয়াযান সিরিয়ায় মোতায়েন করা হলো। এরইমধ্যে ওয়াইপিজি-কে নির্মূল করার জন্য বিমান হামলা শুরু হয়েছে। তুর্কি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা ১০৮টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। তবে এসব লক্ষ্যবস্তুই আফরিন প্রদেশে ছিল কিনা তা পরিষ্কার করে নি তুর্কি সামরিক বাহিনী।

তুর্কি জঙ্গিবিমান থেকে কুর্দিদের ওপর হামলা

এদিকে, ওয়াইপিজি’র এক মুখপাত্র বলেছে, তুর্কি অভিযানে এ পর্যন্ত ১০ জন নিহত হয়েছে যার মধ্যে একটি শিশুসহ সাত বেসামরিক ব্যক্তি রয়েছে। তিনি জানান, তুর্কি বিমান হামলায় নিহতদের মধ্যে দুই কুর্দি নারী ও এক পুরুষ যোদ্ধা রয়েছে।

অন্যদিকে, তুর্কি হামলা শুরুর পর ওয়াইপিজি এ হামলা প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেছে। তারা বলেছে, তাদের সামনে এখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। ওয়াইপিজি এক বিবৃতিতে বলেছে, “আমরা আগে যেমন আমাদের গ্রাম ও শহরগুলোতে হামলা প্রতিহত করেছি তেমনি এ আগ্রাসনকে আমরা পরাজিত করব।” সিরিয়ার উত্তরাঞ্চলের লোকজনকে ঐক্যবদ্ধভাবে আফরিন রক্ষার আহ্বান জানিয়েছে ওয়াইপিজি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১