ইরাকের পিকেকে গেরিলা অবস্থানে বিমান হামলা করল তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i51817-ইরাকের_পিকেকে_গেরিলা_অবস্থানে_বিমান_হামলা_করল_তুরস্ক
তুরস্ক উত্তরাঞ্চলীয় ইরাকের কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে। পিকেকে গেরিলারা তুরস্কের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করে এ হামলা করে তুরস্ক। সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের সময় এ হামলা চালানো হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৮ ১৭:৫২ Asia/Dhaka
  • ইরাকের পিকেকে গেরিলা অবস্থানে বিমান হামলা করল তুরস্ক

তুরস্ক উত্তরাঞ্চলীয় ইরাকের কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে। পিকেকে গেরিলারা তুরস্কের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করে এ হামলা করে তুরস্ক। সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের সময় এ হামলা চালানো হলো।

তুর্কি সামরিক বাহিনী আজ(মঙ্গলবার) জানিয়েছে, গতকাল উত্তরাঞ্চলীয় ইরাকের জাপ অঞ্চলে দেশটির যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। হামলায় পিকেকে'র অনেক গোপন আস্তানা এবং অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয়েছে। পিকেকে গেরিলারা সীমান্তবর্তী তুর্কি নিরাপত্তা চৌকি ও ঘাঁটিগুলোতে হামলা পরিকল্পনা করছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, তুর্কি পররাষ্ট্র মেভলুত চাভসগ্লুর বরাত দিয়ে দেশটির দৈনিক হুররিয়াত জানিয়েছে, আঙ্কারা এবং বাগদাদ পিকেকের বিরুদ্ধে যৌথ অভিযানের বিষয়ে আলোচনা করছে। ইরাকের সিনজার প্রদেশে এ অভিযান চালানো হবে বলে খবরে উল্লেখ করা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/২৩