কুর্দিস্তানের ওপর থেকে বিমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i54357-কুর্দিস্তানের_ওপর_থেকে_বিমান_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_করল_ইরাক
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের ওপর থেকে বিমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। কুর্দিস্তানের স্থানীয় সরকার বিমানবন্দরগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৩, ২০১৮ ১৮:৪৫ Asia/Dhaka
  • হায়দার আল এবাদি
    হায়দার আল এবাদি

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের ওপর থেকে বিমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। কুর্দিস্তানের স্থানীয় সরকার বিমানবন্দরগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি আজ (মঙ্গলবার) বলেছেন, কুর্দিস্তানের আরবিল ও সুলাইমানিয়া বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট আবারও শুরু হয়েছে। সরকার এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

ইরাকের কেন্দ্রীয় সরকারের বিরোধিতা এবং আন্তর্জাতিক সতর্কতা উপেক্ষা করে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতা প্রশ্নে গণভোটের আয়োজন করার কয়েক দিন পরই ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। কুর্দিস্তানের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ থাকলেও অভ্যন্তরীন ফ্লাইট চালু ছিল।

গত ২৫ সেপ্টেম্বর ইরাক থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য কুর্দিস্তানের আঞ্চলিক সরকার গণভোটের আয়োজন করে। কিন্তু ইরাক সরকার তা মেনে নিতে অস্বীকার করে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরান ও তুরস্ক কুর্দি সরকারের ওই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে। এরপর কুর্দি কর্তৃপক্ষ ওই গণভোটের ফলাফল বাতিল ঘোষণা করে।

 ইরাক, ইরান ও তুরস্ক বলে আসছে, কুর্দিস্তান আলাদা হয়ে গেলে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি হবে। আর এ কারণেই আমরিকা ও ইহুদিবাদী ইসরাইল ষড়যন্ত্র করে আলাদা কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠা করতে চায়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩