রমজান ফিরেছে পূর্ব গৌতায়
https://parstoday.ir/bn/news/west_asia-i57624-রমজান_ফিরেছে_পূর্ব_গৌতায়
সিরিয়ার উগ্রবাদী সন্ত্রাসীদের হাত থেকে পূর্ব গৌতা মুক্ত হওয়ার পর এবার সেখানে পবিত্র মাহে রমজান উদযাপনের ধূম পড়েছে। গত ৩১ মার্চ সিরিয়ার সামরিক বাহিনী পূর্ব গৌতা শহরে তাদের পূর্ণ বিজয় ঘোষণা করে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২১, ২০১৮ ১২:২৭ Asia/Dhaka
  • ইফতারি কেনায় ব্যস্ত পূর্ব গৌতার লোকজন
    ইফতারি কেনায় ব্যস্ত পূর্ব গৌতার লোকজন

সিরিয়ার উগ্রবাদী সন্ত্রাসীদের হাত থেকে পূর্ব গৌতা মুক্ত হওয়ার পর এবার সেখানে পবিত্র মাহে রমজান উদযাপনের ধূম পড়েছে। গত ৩১ মার্চ সিরিয়ার সামরিক বাহিনী পূর্ব গৌতা শহরে তাদের পূর্ণ বিজয় ঘোষণা করে।

এ বিজয়ের মাধ্যমে শহরটিতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে এবং চলতি রমজান মাসে সেখানকার বাজারগুলোতে ইফতার ও নিত্যপণ্য কেনার জন্য মানুষের ভিড় দেখা যাচ্ছে।  

বিজয়ের আগে কথিত জয়শুল ইসলামের সন্ত্রাসীরা শহরটিকে কব্জা করে রেখেছিল। ফলে সেখানকার মানুষের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব ছিল না। ৩১ মার্চ বিজয় ঘোষণার পর পূর্ব গৌতা শহরে সামরিক বাহিনী পরিচ্ছন্ন অভিযান চালায় এবং এরপরই সেখানকার অধিবাসীরা ফিরে আসেন।  

সন্ত্রাসীমুক্ত অবস্থায় পবিত্র রমজান উদযাপন করতে পেরে শহরের লোকজন সন্তুষ্টি প্রকাশ করেছেন। এজন্য তারা সরকার ও সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। বিজয়ের কিছুদিন আগে সন্ত্রাসীরা পূর্ব গৌতা শহরে রাসায়নিক হামলা চালায় এবং তার দোষ চাপায় সরকারি সেনাদের ঘাড়ে। বিষয়টি নিয়ে পশ্চিমা প্রচারণার কারণে বাশার আসাদের সরকার সারা বিশ্বে সাময়িক চাপের মুখে পড়লেও দ্রুতই আসল সত্য প্রকাশিত হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১