কাবাঘরের ছাদ থেকে লাফিয়ে বিদেশি নাগরিকের আত্মহত্যা
https://parstoday.ir/bn/news/west_asia-i58670-কাবাঘরের_ছাদ_থেকে_লাফিয়ে_বিদেশি_নাগরিকের_আত্মহত্যা
সৌদি আরবে পবিত্র কাবা ঘরের ছাদ থেকে মেঝের ওপর লাফিয়ে পড়ে বিদেশি এক নাগরিক আত্মহত্যা করেছে। সৌদি আরবের ইংরেজি ভাষার গণমাধ্যম আল-আরাবিয়া এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৯, ২০১৮ ১৮:৩৮ Asia/Dhaka
  • পবিত্র কাবা ঘর
    পবিত্র কাবা ঘর

সৌদি আরবে পবিত্র কাবা ঘরের ছাদ থেকে মেঝের ওপর লাফিয়ে পড়ে বিদেশি এক নাগরিক আত্মহত্যা করেছে। সৌদি আরবের ইংরেজি ভাষার গণমাধ্যম আল-আরাবিয়া এ খবর দিয়েছে।

মক্কা পুলিশের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, বিদেশি ওই নাগরিক গতকাল (শুক্রবার) রাত ৯টা ২০ মিনিটের সময় লাফ দেয় এবং ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, “দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া, আত্মহত্যাকারী ব্যক্তি কোন দেশের নাগরিক এবং তার আত্মহত্যার কারণ কী- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।”  

কাবা ঘরের ছাদ থেকে কেউ যাতে না পড়ে যায় সেজন্য শক্ত আচ্ছাদন দেয়া রয়েছে। তারপরও কীভাবে এ ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত করা হচ্ছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯