ইদলিব শিগগিরি সরকারের নিয়ন্ত্রণে আসবে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i64102-ইদলিব_শিগগিরি_সরকারের_নিয়ন্ত্রণে_আসবে_প্রধানমন্ত্রী
সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ শিগগিরি সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি সেখানে সম্ভাব্য যেকোনো যুদ্ধে জয়লাভের অঙ্গীকার ব্যক্ত করেন। গতকাল (বৃহস্পতিবার) তিনি আরো বলেন, ইদলিবকে জনগণের কাছে ফিরিয়ে দেয়া হবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১৫:৩১ Asia/Dhaka
  • সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস
    সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস

সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ শিগগিরি সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি সেখানে সম্ভাব্য যেকোনো যুদ্ধে জয়লাভের অঙ্গীকার ব্যক্ত করেন। গতকাল (বৃহস্পতিবার) তিনি আরো বলেন, ইদলিবকে জনগণের কাছে ফিরিয়ে দেয়া হবে।

ইদলিব প্রদেশ থেকে সন্ত্রাসীদের নির্মূলের জন্য যখন ইরান, রাশিয়া ও হিজবুল্লাহ যোদ্ধাদের সহযোগিতায় চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সেনারা তখন ইমাদ খামিস এ অঙ্গীকার ব্যক্ত করলেন। কৌশলগত দিক দিয়ে ইদলিব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রদেশ যার সঙ্গে তুরস্কের দীর্ঘ সীমান্ত রয়েছে এবং এর পাশেই অবস্থিত উপকূলবর্তী লাত্তাকিয়া প্রদেশে। সিরিয়ার মুক্ত হওয়া অঞ্চল থেকে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা ইদলিবে আশ্রয় নিয়েছে এবং এখন সেখানে সামরিক অভিযান চালাবে সিরিয়া।

ইমাদ খামিস

ইদলিবে তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা রয়েছে যারা বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করছে। ওই এলাকায় তুর্কি সেনাবাহিনীর বহুসংখ্যক পর্যবেক্ষণ পোস্টও রয়েছে। তুরস্ক এরইমধ্যে সম্ভাব্য সামরিক অভিযানের বিরোধিতা করে সিরিয়াকে সতর্ক করেছে।#

পার্সটুডে/এসআইবি/৭