একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করলেন ইরাকের নয়া প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i65320-একতরফা_মার্কিন_নিষেধাজ্ঞার_বিরোধিতা_করলেন_ইরাকের_নয়া_প্রধানমন্ত্রী
ইরাকের নয়া প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, কোনো দেশের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা আরোপের পক্ষে নয় তার দেশ। ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেন তিনি। গতকাল (বৃহস্পতিবার) নয়া মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ অবস্থান ঘোষণা করেন। আব্দুল মাহদি আরও বলেছেন, ইরাক নিজেও নিষেধাজ্ঞার কারণে অনেক ক্ষতির শিকার হয়েছে। ইরাক চায় অন্য কোনো দেশ নিষেধাজ্ঞার শিকার না হোক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৬, ২০১৮ ১৪:৩১ Asia/Dhaka
  • আদিল আব্দুল মাহদি
    আদিল আব্দুল মাহদি

ইরাকের নয়া প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, কোনো দেশের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা আরোপের পক্ষে নয় তার দেশ। ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেন তিনি। গতকাল (বৃহস্পতিবার) নয়া মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ অবস্থান ঘোষণা করেন। আব্দুল মাহদি আরও বলেছেন, ইরাক নিজেও নিষেধাজ্ঞার কারণে অনেক ক্ষতির শিকার হয়েছে। ইরাক চায় অন্য কোনো দেশ নিষেধাজ্ঞার শিকার না হোক।

ইরাকের নয়া প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইনের বাইরের কোনো নিষেধাজ্ঞা মেনে চলবে না তার দেশ। ইরাক কোনো বন্ধুপ্রতীম দেশের ওপর হামলায় সমর্থন ও সহযোগিতা করবে না বলেও জানিয়ে দেন আব্দুল মাহদি। 

তিনি বলেন, ইরাক অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী। কোনো ধরণের আগ্রাসনও মেনে নেওয়া হবে না।

গত বুধবার রাতে নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আদিল আব্দুল মাহদি। সংসদের প্রভাবশালী দুই জোট সায়েরুন ও আল-ফাতাহ'র সমর্থন রয়েছে। নয়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই বলে সায়েরুন জোটের প্রধান মুক্তাদা সাদর জানিয়েছেন।

গত ২ অক্টোবর ইরাকের নয়া প্রেসিডেন্ট বারহাম সালিহ আনুষ্ঠানিকভাবে আদিল আব্দুল মাহদিকে নয়া মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬