সিরিয় শরণার্থীদের দেশে ফিরতে সর্বাত্মক সহায়তা করুন: লেবাননের প্রেসিডেন্ট
-
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন
সিরিয়ার শরণার্থীদের দেশে ফেরার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করতে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। সিরিয়ার সেনারা যখন দেশটিকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে প্রায় সম্পূর্ণভাবে মুক্ত করে ফেলেছে তখন তিনি এ আহ্বান জানালেন।
মিশেল আউন বলেন, “ঘরবাড়ি হারা সিরিয়ার নাগরিকদের নিরাপদে দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে লেবানন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে।” গতকাল (রোববার) লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত আরব অর্থনৈতিক সম্মলেন প্রেসিডেন্ট আউন এসব কথা বলেন। তিনি বলেছেন, সিরিয়ার নাগরিকদের নিরাপদে দেশে ফেরার বিষয়ে লেবানন কিছু পরামর্শ দিতে পারে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা গত ২৪ ডিসেম্বর জানিয়েছিল, প্রতিবেশী এ দেশ থেকে এক হাজারের বেশি সিরিয় শরণার্থী দেশে ফিরে গেছে। এসব শরণার্থীকে লেবাননের ত্রিপোলি, আরসাল, তাইয়্যের ও নাবাতিয়েহ শহর থেকে লেবাননের নিরাপত্তা সংস্থার তত্ত্বাবধানে সিরিয়ায় ফিরে গেছেন। এ কাজে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সহযোগিতা করেছে।#
পার্সটুডে/এসআইবি/২১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন