হামলার মাধ্যমে মনোবল ফিরে পাবে না ইসরাইলি সেনারা: হামাস
মার্চ ২৭, ২০১৯ ১৭:০৮ Asia/Dhaka
-
আব্দুল লতিফ আল কানু
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ সংগ্রামীরা ভালো অবস্থানে রয়েছে। গাজায় একের পর এক হামলার মাধ্যমে দখলদার সেনাদের মনোবল চাঙ্গা করা যাবে না।
তিনি বলেন, ইসরাইল গাজায় হামলা চালিয়ে কোনো কিছুই অর্জন করতে পারবে না। প্রতিরোধ সংগ্রামীরা তাদের লড়াই চালিয়ে যাবে।

গত কয়েক দিন ধরে গাজায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রাম স্তব্ধ করতে এসব হামলা চালানো হচ্ছে। তবে প্রতিরোধ সংগঠনগুলো বলছে, হামলা চালিয়ে তাদেরকে দাবিয়ে রাখা যাবে না।
২০০৬ সাল থেকে গাজার বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। এর ফলে গাজার অধিবাসীরা মারাত্মক সংকটে পড়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭
ট্যাগ