প্রতিবাদের মুখে বাহরাইন সফর বাতিল করল ইসরাইলি প্রতিনিধিদল
https://parstoday.ir/bn/news/west_asia-i69577-প্রতিবাদের_মুখে_বাহরাইন_সফর_বাতিল_করল_ইসরাইলি_প্রতিনিধিদল
বাহরাইনের জনগণের তীব্র প্রতিবাদের মুখে ইহুদিবাদী ইসরাইলের একটি প্রতিনিধিদল মানামা সফর স্থগিত করেছে। ইসরাইলি প্রতিনিধিদলে ব্যবসায়ী ও ইসরাইলি কর্মকর্তাদের থাকার কথা ছিল। ইসরাইলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে বাহরাইন সরকারের পদক্ষেপকে ভালো চোখে দেখছে না দেশটির সাধারণ মানুষ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৫, ২০১৯ ১৩:০৪ Asia/Dhaka
  • বাহরাইনে প্রতিবাদ মিছিল (ফাইল ফটো)
    বাহরাইনে প্রতিবাদ মিছিল (ফাইল ফটো)

বাহরাইনের জনগণের তীব্র প্রতিবাদের মুখে ইহুদিবাদী ইসরাইলের একটি প্রতিনিধিদল মানামা সফর স্থগিত করেছে। ইসরাইলি প্রতিনিধিদলে ব্যবসায়ী ও ইসরাইলি কর্মকর্তাদের থাকার কথা ছিল। ইসরাইলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে বাহরাইন সরকারের পদক্ষেপকে ভালো চোখে দেখছে না দেশটির সাধারণ মানুষ।

ইসরাইলের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, “রাজনৈতিক কারণে অর্থমন্ত্রী এলি কোহেনের পরিকল্পিত বাহরাইন সফর স্থগিত করা হয়েছে। চলতি সপ্তাহে এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।”  

বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন সংস্থা ‘গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ নেটওয়ার্ক’ আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ইসরাইল থেকে ৩০ জন ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা যোগ দেয়ার কথা ছিল। অনুষ্ঠানটি চলবে ১৫ এপ্রিল থেকে ১৮ এপিল পর্যন্ত। এতে ইসরাইলের অন্তত তিনজন বক্তার বক্তৃতা করার কথা ছিল।

সংস্থার সভাপতি জনাথন ওর্টম্যান্স জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ইসরাইলের প্রতিনিধিদল বাহরাইন সফর করে নি। চলতি মাসের প্রথম দিকে বাহরাইনের প্রবীণ শিয়া আলেম শেখ ঈসা কাসিম ইসরাইলি প্রতিনিধিদলের বাহরাইন সফরের কড়া প্রতিবাদ ও সমালোচনা করেছিলেন।#

পার্সটুডে/এসআইবি/১৫