মসজিদে হান্নানেহ, হজরত কুমাইলের মাজার এবং কুফা মসজিদ
https://parstoday.ir/bn/news/west_asia-i70361-মসজিদে_হান্নানেহ_হজরত_কুমাইলের_মাজার_এবং_কুফা_মসজিদ
ইরাকের পবিত্র নগরী নাজাফ এবং কুফার মধ্যবর্তী এলাকায় হান্নানেহ মসজিদ অবস্থিত। এর আরেকটি নাম হলো মসজিদুল রা'স বা মস্তক মসজিদ। হজরত হোসাইন (আ)-এর পবিত্র মস্তক এখানে রাখা হয়েছিল বলে কথিত আছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৩, ২০১৯ ২০:০০ Asia/Dhaka
  • মসজিদে কুফার প্রবেশ দ্বার
    মসজিদে কুফার প্রবেশ দ্বার

ইরাকের পবিত্র নগরী নাজাফ এবং কুফার মধ্যবর্তী এলাকায় হান্নানেহ মসজিদ অবস্থিত। এর আরেকটি নাম হলো মসজিদুল রা'স বা মস্তক মসজিদ। হজরত হোসাইন (আ)-এর পবিত্র মস্তক এখানে রাখা হয়েছিল বলে কথিত আছে।

মসজিদে হান্নানেহ

এর কাছেই রয়েছে বিখ্যাত সাহাবি হজরত কুমাইল ইবনে জিয়াদ নাখাই'র মাজার। হজরত কুমাইল ছিলেন আমিরুল মোমিনীন হযরত আলী ইবনে আবু তালিব (আ.)-এর ঘনিষ্ঠ এক সহচর।

বিশ্বের অন্যতম প্রাচীন এবং পবিত্র মসজিদগুলোর অন্যতম মসজিদে আল কুফা। এখানেই আততায়ীর আঘাতে আহত হয়েছিলেন সেজদারত হজরত আলী (আ.)। এ আঘাতের কারণেই পরে শাহাদতবরণ করেন তিনি। এ মসজিদে প্রাঙ্গণে রয়েছে হজরত মুসলিম বিন আকিল, হজরত হানি ইবনে উরওয়া এবং বিপ্লবী যোদ্ধা মুখতার আল-সাকাফি'র মাজার।

হজরত কুমাইলের মাজার

এই মসজিদ এলাকায় বাস করতেন হযরত নূহ (আ.) এবং এখানেই তিনি কিস্তি বানিয়েছিলেন। নূহের আমলে গোটা পৃথিবী ডুবতে শুরু করেছিল এখান থেকেই এবং এ জায়গা থেকেই পানি পুনরায় শুকাতে শুরু করেছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৩