গাজাবাসীকে ১৫ লাখ ডলার অনুদান দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
https://parstoday.ir/bn/news/west_asia-i70465-গাজাবাসীকে_১৫_লাখ_ডলার_অনুদান_দিলেন_ক্রিশ্চিয়ানো_রোনালদো
পর্তুগিজের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পবিত্র রমজান মাস উপলক্ষে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার সংকটাপন্ন লোকজনকে ১৫ লাখ ডলার অনুদান দিয়েছেন। গাজাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে এমন আশাতে রোনালদো এ অনুদান দেন।  
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৭, ২০১৯ ১৭:২৪ Asia/Dhaka
  • টবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো
    টবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগিজের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পবিত্র রমজান মাস উপলক্ষে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার সংকটাপন্ন লোকজনকে ১৫ লাখ ডলার অনুদান দিয়েছেন। গাজাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে এমন আশাতে রোনালদো এ অনুদান দেন।  

ফুটবল জগতের খ্যাতিমান এ তারকা বেশ কয়েকবার ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ২০১২ সালে রোনালদো তার গোল্ডেন বুট নিলামে তুলে তহবিল সংগ্রহ করেছিলেন এবং সেই অর্থ ফিলিস্তিনি শিশুদের জন্য দান করেছিলেন।

গাজার শিশুরা

২০১৩ সালে পর্তুগাল ও ইসরাইলের মধ্যকার এক ফুটবল ম্যাচ শেষে জার্সি বদলের জন্য ইসরাইলি খেলোয়াড়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন রোনালদো।  

২০০৭ সাল থেকে গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরাইলের অবরোধের মধ্যে রয়েছে। এর ফলে সেখানকার জনগণের জীবনযাত্রার মান মারাত্মকভাবে নেমে গেছে। পাশাপাশি মারাত্মক রকমের বেকারত্ব ও সীমাহীন দারিদ্রতা দেখা দিয়েছে গাজা উপত্যকায়।#

পার্সটুডে/এসআইবি/১৭