প্রকাশ্য বৈঠক করলেন ইসরাইল-বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা
ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গে এবার প্রকাশ্যে বৈঠক করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফা। সম্প্রতি আমেরিকা সফরের সময় বাহরাইনের মন্ত্রী এ বৈঠক করেন। তেল আবিব ও মানামার মধ্যে এই প্রথম এমন প্রকাশ্য কোনো বৈঠক হলো।
বৈঠক সম্পর্কে ইসরাইলি মন্ত্রী গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার পোস্টে বলেন, “গতকাল আমি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রাকাশ্য বৈঠক করেছি।” কাৎজ আরো বলেন, তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ইসরাইলি প্রধানমন্ত্র্রীর সঙ্গে কাজ করবেন।
কাৎজ যে টুইটার পোস্ট দিয়েছেন তাতে দেখা যাচ্ছে তিনি ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছেন এবং হাসাহাসি করছেন।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, বৈঠক অনুষ্ঠানের পেছনে মার্কিন পররাষ্ট্র দপ্তর সমন্বয়কের ভূমিকা পালন করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আয়োজিত ধর্মীয় স্বাধীনতা শীর্ষক সম্মেলনের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।” সম্মেলনে ইরান ও আঞ্চলিক হুমকি নিয়েও আলোচনা হয়#
পার্সটুডে/এসআইবি/১৯