ইসরাইলকে কঠোর জবাব দেয়ার হুমকি দিল ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i73062
ইরাকের ভাইস প্রেসিডেন্ট নূরি আল-মালিকি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আাশ-শাবির ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে যদি প্রমাণিত হয় যে, এতে ইহুদিবাদী ইসরাইল জড়িত তাহলে তাদেরকে কঠোর জবাব দেয়া হবে। নূরি আল-মালিকি হচ্ছেন ইসলামী দাওয়া পার্টির মহাসচিব ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ২৪, ২০১৯ ১৪:০৩ Asia/Dhaka
  • ইরাকের ভাইস প্রেসিডেন্ট নূরি আল-মালিকি
    ইরাকের ভাইস প্রেসিডেন্ট নূরি আল-মালিকি

ইরাকের ভাইস প্রেসিডেন্ট নূরি আল-মালিকি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আাশ-শাবির ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে যদি প্রমাণিত হয় যে, এতে ইহুদিবাদী ইসরাইল জড়িত তাহলে তাদেরকে কঠোর জবাব দেয়া হবে। নূরি আল-মালিকি হচ্ছেন ইসলামী দাওয়া পার্টির মহাসচিব ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী।

তিনি গতকাল বলেন, যদি ইসরাইল ইরাকের ওপর হামলা অব্যাহত রাখে তাহলে ইরাক একটি যুদ্ধ ক্ষেত্র তৈরি করবে এবং তাতে ইরানসহ বহুদেশ জড়িয়ে পড়বে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ইরাকের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই অঞ্চলের দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার ফলে তা রক্ষিত হতে পারে; এ ব্যাপারে সবার দায়দায়িত্ব রয়েছে।

ইহুদিবাদী ইসরাইল যদি ইরাকে হামলার সঙ্গে জড়িত থাকে তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এবং পরিস্থিতি পাল্টে যাবে। গতকাল ইরাকের জাতীয় সংসদের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কারিম আলাভিও বলেছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির ওপর হামলার ব্যাপারে ইহুদিবাদীইসরাইল এবং আমেরিকার হাত রয়েছে। ইরাকে হামলায় ইসরাইলের জড়িত থাকার বিষয়ে নিউ ইয়র্ক টাইমস গতকাল একটি রিপোর্ট করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৪