ইসরাইলি হামলা ‘যুদ্ধ ঘোষণা’র শামিল: লেবাননের প্রেসিডেন্ট আউন
https://parstoday.ir/bn/news/west_asia-i73132-ইসরাইলি_হামলা_যুদ্ধ_ঘোষণা’র_শামিল_লেবাননের_প্রেসিডেন্ট_আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন তার দেশে সাম্প্রতিক ইসরাইলি ড্রোন হামলাকে ‘যুদ্ধ ঘোষণা’র শামিল বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় লেবানন যেকোনো মূল্যে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ২৭, ২০১৯ ০৯:৪১ Asia/Dhaka
  • লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন
    লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন তার দেশে সাম্প্রতিক ইসরাইলি ড্রোন হামলাকে ‘যুদ্ধ ঘোষণা’র শামিল বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় লেবানন যেকোনো মূল্যে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

প্রেসিডেন্ট আউন সোমবার জাতিসংঘের লেবানন বিষয়ক বিশেষ সমন্বয়ক ইয়ান কুবিশের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। লেবাননের প্রেসিডেন্ট বলেন, “যা হয়েছে তা যুদ্ধ ঘোষণার সমতুল্য, এখন আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো পদক্ষেপ নিতে পারি।”

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অংশে হিজবুল্লাহর নিয়ন্ত্রিত এলাকায় দুটি ইসরাইলি ড্রোন বিধ্বস্ত হওয়ার পরদিন প্রেসিডেন্ট মিশেল আউন এ মন্তব্য করলেন।

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের পাঠানো প্রথম ড্রোনটি বৈরুতের দাহিয়ে এলাকায় সংগঠনটির মিডিয়া সেন্টারের ওপর ভেঙে পড়ে। দ্বিতীয় ড্রোনটি দৃশ্যত প্রথম ড্রোনকে খুঁজতে এসে কাছাকাছি একটি এলাকার আকাশে বিধ্বস্ত হয়।

এসব হামলার পর হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এক টেলিভিশন ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেল আবিব আরেকবার এরকম ড্রোন হামলা চালালে তার সমুচিৎ জবাব দেয়া হবে।

প্রেসিডেন্ট মিশেল আউনের পাশাপাশি লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরিও তার দেশে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিনষ্ট করবে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।