সৌদি রাজার দেহরক্ষী মেজর জেনারেল গুলিতে নিহত: ‘ঝগড়ার পরিণতি!’
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৩:০২ Asia/Dhaka
-
সৌদি রাজা সালমান ও তার দেহরক্ষী মেজর জেনারেল আবদুলআজিজ আল-ফাহগাম
সৌদি রাজা সালমানের খ্যাতনামা দেহরক্ষী মেজর জেনারেল আবদুলআজিজ আল-ফাহগাম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা নগরীতে তিনি নিহত হয়েছেন। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়েছে- আবদুলআজিজ আল-ফাহগাম তার এক বন্ধুর বাসায় অপর এক বন্ধুর সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। সেই বন্ধুর গুলিতে তিনি আহত হয়েছিলেন। সেসময় আরো পাঁচজন নিরাপত্তা কর্মীও আহত হন বলেও জানানো হয়।
একবাক্যের টুইট বার্তায় এ কথা জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন। এ বিষয় বিস্তারিত আর কিছু বলা হয় নি। এ ছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এখন পর্যন্ত এ বিষয় মুখ খুলে নি।
পার্সটুডে/মূসা রেজা/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ