আয়াতুল্লাহ আলী সিস্তানিকে হত্যার প্রচেষ্টা নস্যাৎ করেছে ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i74219-আয়াতুল্লাহ_আলী_সিস্তানিকে_হত্যার_প্রচেষ্টা_নস্যাৎ_করেছে_ইরাকি_বাহিনী
ইরাকের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানিকে হত্যার জন্য একদল সন্ত্রাসীর পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী। ইরাকের চলমান সহিংস বিক্ষোভের মধ্যে সন্ত্রাসীরা গ্র্যান্ড আয়াতুল্লাহকে হত্যার পরিকল্পনা করেছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৫, ২০১৯ ১৫:২৫ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি
    আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি

ইরাকের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানিকে হত্যার জন্য একদল সন্ত্রাসীর পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী। ইরাকের চলমান সহিংস বিক্ষোভের মধ্যে সন্ত্রাসীরা গ্র্যান্ড আয়াতুল্লাহকে হত্যার পরিকল্পনা করেছিল।

ইরাকের নাজাফ প্রদেশের গভর্নর লুআই আল-ইয়াসিরি গতকাল (শুক্রবার) লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলমকে জানিয়েছেন, পবিত্র নগরী নাজাফে সন্ত্রাসীরা প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সিস্তানিকে হত্যার ষড়যন্ত্র করেছিল। এজন্য তারা গোপনে নাজাফ শহরে প্রবেশ করে। নাজাফ শহরটি রাজধানী বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

ইরাকে সহিংস বিক্ষোভ

এদিকে ইরান থেকে পরিচালিত আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আটক সন্ত্রাসীরা বিক্ষোভকারীদেরকে দিয়ে আয়াতুল্লাহ সিস্তানির কার্যালয়ে হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

এর আগে, গতকাল দিনের প্রথম দিকে আয়াতুল্লাহ সিস্তানি ইরাকের বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীকে সব ধরনের সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন। চলমান বিক্ষোভে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।#

পার্সটুডে/এসআইবি/৫