বাহরাইনে ইরানবিরোধী সম্মেলনে প্রতিনিধি পাঠাবে ইহুদিবাদী ইসরাইল
-
সম্প্রতি বাহরাইনে একটি সম্মেলন হয় যা ইরান-বিরোধী সম্মেলন বলেই পরিচিতি পেয়েছে
বাহরাইনের রাজধানী মানামায় ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী একটি সম্মেলনে প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আমেরিকা এবং পোল্যান্ডের সঙ্গে যৌথভাবে ওই সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করছে বাহারাইন।
বাহরাইনের একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল পত্রিকার অনলাইন সংষ্করণ জানিয়েছে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যিনি আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই নিয়ে কাজ করছেন তিনি তেল আবিবের পক্ষে এই সম্মেলনে যোগ দেবেন।

আগামীকাল সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইসরাইলের চ্যানেল-১৩ এক প্রতিবেদনে জানিয়েছে যে, বাহরাইনে প্রতিনিধিদল পাঠানোর খবরটি নাকচ করে নি ইজরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। চ্যানেলটি জানিয়েছে, পোল্যান্ডের পক্ষ থেকে যে শান্তি প্রক্রিয়া চালানো হচ্ছে তাতে তেল আবিব যোগ দেবে। গত ফেব্রুয়ারি মাসে পোল্যান্ডের রাজধানীতে ইরান-বিরোধী সম্মেলনের মধ্যদিয়ে কথিত ওয়ারশ প্রক্রিয়া শুরু হয়।
পোল্যান্ডে সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে আমেরিকা সহযোগিতা করেছিল। পাশ্চাত্যের কর্মকর্তারা ইসরাইলের চ্যানেল-১৩কে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কারণেই বাহরাইন ইরান-বিরোধী সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করছে।#
পার্সটুডে/এসআইবি/২০