মন্ত্রীদের বেতন কমানোর ঘোষণাতেও থামছে না লেবাননের বিক্ষোভকারীরা
-
রাজধানী বৈরুতে বিক্ষোভ
লেবাননে টানা সপ্তম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির সরকার নতুন সংস্কার কর্মসূচি ঘোষণা করার পরও বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় যান চলাচল শুরু হলেও বিভিন্ন সড়ক এখনও বন্ধ রয়েছে।
দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিসহ দেশটির প্রায় সব বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। বিক্ষোভকারীরা বলছেন, সরকার যে সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছে তা গ্রহণযোগ্য নয়। সরকারের পক্ষ থেকে মন্ত্রীদের বেতন কমানোর মতো যেসব পদক্ষেপ নেয়া হয়েছে সেগুলোকে অপর্যাপ্ত বলছেন বিক্ষোভকারীরা।
এদিকে, গতরাতে লেবাননের প্রধানমন্ত্রী সা'দ হারিরি ও সংসদ স্পিকার নাবি বেরি ফোনালাপে বলেছেন, মন্ত্রিসভার পদত্যাগের দাবি অযৌক্তিক, তা মেনে নেওয়া সম্ভব নয়।
বিক্ষোভকারীরা বলছেন, মানুষের আর্থিক সামর্থ্য ও জীবনমান ক্রমেই খারাপ হচ্ছে। এ জন্য তারা প্রধানমন্ত্রী সা'দ হারিরি'র নেতৃত্বাধীন সরকারের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন। বিক্ষোভ শুরু হওয়ার পর কয়েকটি দেশ বৈরুতে তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।