ঝুঁকির মুখে যুদ্ধবিরতি; আমি উদ্বিগ্ন: ওবামা
https://parstoday.ir/bn/news/west_asia-i7594-ঝুঁকির_মুখে_যুদ্ধবিরতি_আমি_উদ্বিগ্ন_ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতি মারাত্মক বিপদের মুখে রয়েছে। দেশটিতে যখন নতুন করে সহিংসতার আশংকা জোরদার হচ্ছে তখন তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ২৩, ২০১৬ ২৩:৫৫ Asia/Dhaka
  • ঝুঁকির মুখে যুদ্ধবিরতি; আমি উদ্বিগ্ন: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতি মারাত্মক বিপদের মুখে রয়েছে। দেশটিতে যখন নতুন করে সহিংসতার আশংকা জোরদার হচ্ছে তখন তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

সিরিয়ার বিরোধী গোষ্ঠীর একাংশ জেনেভা আলোচনায় দাবি করছে- যেকোনো শান্তি চুক্তি করতে হলে তাতে প্রেসিডেন্ট বাশার আসাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে। কথিত বিরোধীদের এ অন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে দেশটিতে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশংকা জোরালো হয়েছে।

ওবামা বলেন, “সিরিয়ায় সহিংসতার মধ্যে যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।” ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে লন্ডনে যৌথ সংবাদ সম্মেলনে ওবামা গতকাল (শুক্রবার) এসব কথা বলেছেন।

আমেরিকা এবং রাশিয়ার মধ্যে আলোচনা ও সমঝোতার পর গত ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় আংশিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ফলে দেশটিতে জেনেভায় আলোচনার মাধ্যমে একটি টেকসই সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে। তবে বিরোধীদের অযৌক্তিক দাবির কারণে সে সম্ভাবনা নস্যাত হতে বসেছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদেরকে যুদ্ধবিরতির আওতায় আনা হয় নি।

ওবামা এমন সময় এসব কথা বললেন যখন জেনেভায় সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিসতুরাও যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ওবামা বলেছেন, সিরিয়ায় যাতে যুদ্ধবিরত কার্যকর থাকে সেজন্য তিনি সব রকমের চেষ্টা করবেন। তিনি বলেছেন, আলোচনার টেবিলে সব পক্ষের উপস্থিত এবং রাজনৈতিক পথে ছাড়া অন্য কোনোভাবে সিরিয়ার চলমান সংকট সমাধান করা যাবে না।#

সিরাজুল ইসলাম/২৩