ইয়েমেনে সৌদি আরবের আরেক বর্বরতা উন্মোচন করল হিউম্যান রাইটস ওয়াচ
https://parstoday.ir/bn/news/west_asia-i78579-ইয়েমেনে_সৌদি_আরবের_আরেক_বর্বরতা_উন্মোচন_করল_হিউম্যান_রাইটস_ওয়াচ
যুদ্ধকবলিত ইয়েমেনের আল-মারাহ এলাকায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সেনারা ভয়াবহ বর্বরতা চালিয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে। সংস্থাটি বলছে, ওই এলাকার বেসামরিক লোকজনের ওপরে যেমন সৌদি সেনারা চরম অত্যাচার নির্যাতন চালিয়েছে, তেমনি বহু বেসামরিক মানুষকে তারা গুম ও অপহরণ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৬, ২০২০ ১২:২৪ Asia/Dhaka
  • সৌদি জোটের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ
    সৌদি জোটের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ

যুদ্ধকবলিত ইয়েমেনের আল-মারাহ এলাকায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সেনারা ভয়াবহ বর্বরতা চালিয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে। সংস্থাটি বলছে, ওই এলাকার বেসামরিক লোকজনের ওপরে যেমন সৌদি সেনারা চরম অত্যাচার নির্যাতন চালিয়েছে, তেমনি বহু বেসামরিক মানুষকে তারা গুম ও অপহরণ করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত বছরের জুন মাস থেকে এই বর্বরতা চালিয়েছে সৌদি সেনারা। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপরে সৌদি আরব যে বেআইনি আগ্রাসন চালিয়েছে তাতে নতুন মাত্রা যোগ করেছে এই বর্বরতা।

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক উপপ্রধান মাইকেল পেজ এসব তথ্য তুলে ধরেছেন। তিনি জানান, বেসামরিক জনগণের ওপরে গ্রেপ্তার অভিযান ও নির্যাতন নিপীড়ন চালানোর পাশাপাশি তাদের অনেককে আটক করে সৌদি আরবে চালান করা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে পশ্চিমা দেশগুলো অস্ত্র বিক্রি করার কারণে ইয়েমেনে আরব জোটের আগ্রাসন প্রলম্বিত হচ্ছে এবং দিন দিন মারাত্মক আকার ধারণ করছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।