ইরাকে মার্কিন দখলদারির অবসান ঘটানো হবে: হাশদ আশ-শাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i78823-ইরাকে_মার্কিন_দখলদারির_অবসান_ঘটানো_হবে_হাশদ_আশ_শাবি
ইরাকের আধা সামরিক বাহিনী হাশদ আশ-শাবি বা পিএমইউ দেশটিতে মোতায়েন মার্কিন বাহিনীকে দখলদার হিসেবে অবহিত করেছে। আরব এ দেশটিতে মার্কিন দখলদারির অবসান ঘটানো হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে হাশদ আশ-শাবি।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ০৫, ২০২০ ১৪:০৩ Asia/Dhaka
  • হাশদ আশ-শাবির কুচকাওয়াজের ফাইল ছবি
    হাশদ আশ-শাবির কুচকাওয়াজের ফাইল ছবি

ইরাকের আধা সামরিক বাহিনী হাশদ আশ-শাবি বা পিএমইউ দেশটিতে মোতায়েন মার্কিন বাহিনীকে দখলদার হিসেবে অবহিত করেছে। আরব এ দেশটিতে মার্কিন দখলদারির অবসান ঘটানো হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে হাশদ আশ-শাবি।

গত আরবাইনের রাতে হজরত আবুল ফজল আব্বাস (আ) মাজারে হাশদ আশ-শাবির কুচকাওয়াজ

হাশদ আশ-শাবি যৌথ এক বিবৃতিতে এ প্রতিশ্রুতি ব্যক্ত করে। বিবৃতিতে আরও বলা হয়, এখন থেকে ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের দখলদার বাহিনী হিসেবে গণ্য করা হবে।

মার্কিন বাহিনীর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়ার কারণও তুলে ধরা হয় বিবৃতিতে। এতে বলা হয়, ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারে আমেরিকার অস্বীকৃতি এবং দেশটির বিরুদ্ধে মার্কিন সেনাদের অব্যাহত আগ্রাসনের কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে হাশদ আশ-শাবি।

ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীকে উদ্দেশ্য করে বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের সবস্থানেই নিজেদেরকে দখলদার বাহিনী হিসেবে প্রমাণ করেছে মার্কিন সেনারা। এ ছাড়া, মার্কিন বাহিনী কেবল শক্তির ভাষাই বোঝে তাও প্রমাণ করেছে বলে এখন থেকে এ বাহিনীকে দখলদার হিসেবে গণ্য করা হবে।

হজরত আবুল ফজল আব্বাস (আ) মাজারে হাশদ আশ-শাবির কুচকাওয়াজ-গত আরবাইনে তোলা ছবি

সামরিক অভিযানের মধ্য দিয়ে ইরাকি প্রতিরোধ বাহিনীগুলো মার্কিন আগ্রাসনের প্রাথমিক জবাব দেবে বলেও জানান হয় বিবৃতিতে। অতীতে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যে সব অভিযান হয়েছে বিবৃতিতে সেগুলোকে নেহাতই ছোটখাটো অভিযান হিসেবে অভিহিত করা হয়। এর কারণ ব্যাখ্যা করে বিবৃতিতে বলা হয়, হাশদ আশ-শাবি সে সময়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযানের কোনও সিদ্ধান্ত নেয় নি।

হাশদ আশ-শাবির বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন হুমকিকে তাদের ব্যর্থতা ঢাকার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়।

যৌথ বিবৃতিতে আসা’ইব আহল আল-হক, হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা, কাতি’ব সাইয়্যেদ আশ-শুহাদা, কাতি’ব আল-ইমাম আলি, হারকাত আল-আওয়াফিয়া, সারাইয়া আশুরা, হারাকাত জুনাদ আল-ইমাম এবং সারাইয়া আল-খুরাসানি সই করেছে।

পার্সটুডে/মূসা রেজা/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।