বৈরুতের আকাশসীমা লঙ্ঘন করল ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা বিমান
(last modified Mon, 13 Apr 2020 19:09:19 GMT )
এপ্রিল ১৪, ২০২০ ০১:০৯ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের চালকহীন গোয়েন্দা বিমানের ফাইল ছবি
    ইহুদিবাদী ইসরাইলের চালকহীন গোয়েন্দা বিমানের ফাইল ছবি

লেবানন বলেছে, ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা বিমান বৈরুতের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং দেশটির রাজধানীর দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠের আকাশ টহল দিয়েছে। আর এর মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার লঙ্ঘন করেছে ইসরাইল।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ইসরাইলি গোয়েন্দা বিমানটি বৈরুত এবং দাহিইয়েহ্‌ আকাশে টহল দিয়েছে। রোববারের রাত থেকে সোমবারের খুব ভোর পর্যন্ত বিমানটি ওই এলাকায় চক্কর দেয়। এটি এ সময়ে মাঝারি উচ্চতা দিয়ে উড়ছিল।

অধিকৃত ফিলিস্তিনে যখন করোনার প্রকোপ দেখা দিয়েছে তখন তেল আবিবের এ তৎপরতা ইহুদিবাদী ইসরাইলের মানবতা বিরোধী পদক্ষেপকেই আবার প্রকট করে তোলে। বৈরুতের অনেকেই টুইটার বার্তায় তেল তেল আবিবের প্রতি ক্ষোভ প্রকাশ করে। 

পার্সটুডে/মূসা রেজা/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।