ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি বিমান হামলার নিন্দা জানাল বাগদাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i80712-ইরাকের_উত্তরাঞ্চলে_তুর্কি_বিমান_হামলার_নিন্দা_জানাল_বাগদাদ
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি উদ্বাস্তু শিবিরে তুর্কি বিমান হামলার নিন্দা জানিয়েছে বাগদাদ। তুরস্কের এই হামলাকে ইরাকের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে দেশটির সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৬, ২০২০ ১০:৪২ Asia/Dhaka
  • তুর্কি জঙ্গিবিমান
    তুর্কি জঙ্গিবিমান

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি উদ্বাস্তু শিবিরে তুর্কি বিমান হামলার নিন্দা জানিয়েছে বাগদাদ। তুরস্কের এই হামলাকে ইরাকের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে দেশটির সরকার।

ইরাকের জয়েন্ট অপেরেশনস কমান্ডের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের মোট ১৮টি বিমান ইরাকের আকাশসীমায় ঢুকে পড়ে এবং এসব বিমান সিনজার, মাখমুর, আল-কুয়াইর ও এবরিল এলাকায় হামলা চালায়। কোনো কোনো বিমান ইরাকের গভীর অভ্যন্তরেও ঢুকে পড়ে। মাখমুর ও সিনজারের কাছে অবস্থিত একটি শরণার্থী ক্যাম্পে হামলা চালায় এসব বিমান।

বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের এসব বিমান শেষ পর্যন্ত ইরাকের আকাশে অবস্থান করে। তুরস্কের এই পদক্ষেপকে ইরাক উস্কানিমূলক বলে তার কঠোর নিন্দা জানিয়েছে। বাগদাদ বলেছে, এটি কোনোভাবেই সৎ প্রতিবেশীসুলভ আচরণের মধ্যে পড়ে না বরং ইরাকের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।

ইরাক ওই বিবৃতিতে কড়াভাষায় বলেছে, দুই দেশের অভিন্ন স্বার্থের দিকে তাকিয়ে এমন অভিযান বন্ধ করা উচিত এবং এর পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যবস্থা তুরস্ককেই করতে হবে। দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তারের জন্য ইরাক সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং দু'দেশের সীমান্তে নিরাপত্তা রক্ষা করতেও সক্ষম বাগদাদ।

গতকাল তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির বিমান বাহিনী ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের অবস্থানে হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬