হিজবুল্লাহ মহাসচিবের বক্তব্যকে স্বাগত জানালেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী শেরবেল ওহেবি।
তিনি বলেছেন, সাইয়্যেদ নাসরুল্লাহ বর্তমান পরিস্থিতিকে সংকট মোকাবেলায় কাজে লাগানোর যে আহ্বান জানিয়েছেন তা অত্যন্ত ইতিবাচক। তিনি আরও বলেছেন, "বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।গত দুই দিনে তিনি বিশ্বের বিভিন্ন দেশের ৩০ জন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। সবাই সরাসরি সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।" তবে বর্তমানে সঠিকভাবে ত্রাণ তৎপরতা চালানোই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি জানান।
লেবাননের হিজবুল্লাহ মহাসচিব গতকাল (শুক্রবার) এক ভাষণে বর্তমান পরিস্থিতিতে সরকারকে সব ধরণের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, যারা হিজহবুল্লাহকে বৈরুত বিস্ফোরণের সঙ্গে জড়ানোর চেষ্টা করছে তাদেরকে বলছি সেখানে আমাদের কোনো বিস্ফোরক ছিল না। বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি।
লেবাননের বৈরুতে বিস্ফোরণের বিষয়ে তদন্ত চলছে। এ প্রসঙ্গে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই তদন্তের ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। বিচার বিভাগ চাইলে এ ক্ষেত্রে অন্য দেশগুলোর অভিজ্ঞতাকেও কাজে লাগাতে পারবে।
গত মঙ্গলবার বিকেলে বৈরুত বন্দরে রাসায়নিক দ্রব্যের একটি গুদামে বিস্ফোরণ ঘটে। এর প্রভাবে পাশের অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামগুলোতে বিস্ফোরণ ঘটে। এসব বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ১৫০ নিহত ও পাঁচ হাজার মানুষ আহত হয়েছে।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।