মার্কিন বাহিনীর জন্য রসদবাহী বহরে আবারো হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i82171-মার্কিন_বাহিনীর_জন্য_রসদবাহী_বহরে_আবারো_হামলা
ইরাক এবং কুয়েতের সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর জন্য রসদবাহী বহরে হামলা হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনী এ খবর দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ১১, ২০২০ ১০:৩১ Asia/Dhaka
  • ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের একটি বহর
    ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের একটি বহর

ইরাক এবং কুয়েতের সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর জন্য রসদবাহী বহরে হামলা হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনী এ খবর দিয়েছে।

ওই বহরে কোনো মার্কিন সেনা ছিল কিনা অথবা কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। বাগদাদের স্থানীয় সময় গতকাল রাত নয়টার দিকে ওই হামলা হয়।

ইরাকের তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে- প্রায়ই মাঝে মাঝে মার্কিন বাহিনী এভাবে সামরিক সরঞ্জাম এই ক্রসিং পয়েন্ট দিয়ে পার করে। বিদেশি বিভিন্ন কোম্পানি ইরাকে নিযুক্ত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দেখভাল করে থাকে বলে ইরাকের কয়েকটি সূত্র জানিয়েছে। হামলার ব্যাপারে কুয়েতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

মার্কিন সামরিক বাহিনীর বহরে হামলা

ইরাকের কম পরিচিত একটি গেরিলা বাহিনী আসহাবে কাহাফ হামলার দায়িত্ব স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছে। তারা বলেছেন, হামলার মাধ্যমে তারা মার্কিন সেনাদের বহর ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে এবং ক্রসিং পয়েন্টের বিরাট এলাকা ক্ষতিগ্রস্ত হয়।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।