সরকার গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী আদিব
লেবাননের প্রধানমন্ত্রী মুস্তফা আদিব সরকার গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি গতকাল (শনিবার) ‘বা’বাদা’ প্রাসাদে এক বক্তৃতায় বলেন, সরকার গঠন করতে না পারার জন্য তিনি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছেন।
মুস্তফা আদিব প্রেসিডেন্ট মিশের আউরে সঙ্গে সাক্ষাতের পর বলেন, যে রাজনৈতিক ঐক্যমত্যের জের ধরে আমি সরকার গঠন করতে সম্মত হয়েছিলাম সে ঐক্যমত্য এখন আর নেই এবং রাজনৈতিক পক্ষগুলো আমার পক্ষ থেকে দেয়া প্রস্তাবনাগুলো মেনে নেয়নি।
গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্রবন্দর এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯০ জন নিহত ও প্রায় সাড়ে ছয় হাজার মানুষ আহত হন।
ওই বিস্ফোরণের জের ধরে লেবাননে রাজনৈতিক সংকট দেখা দিলে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী হাসান দিয়াব। এরপর লেবাননের পার্লামেন্টের এক ভোটাভুটিতে সরকার গঠনের দায়িত্ব পেয়েছিলেন মুস্তফা আদিব।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।