ইসরাইল লাভবান হয় এমন কোনো লেনদেন বৈধ নয়: আয়াতুল্লাহ সিস্তানি
https://parstoday.ir/bn/news/west_asia-i83927-ইসরাইল_লাভবান_হয়_এমন_কোনো_লেনদেন_বৈধ_নয়_আয়াতুল্লাহ_সিস্তানি
ইরাকের শীর্ষ শিয়া আলেম গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, দখলদার ইসরাইল সরকার লাভবান হয় -এমন কোনো লেনদেন তার সঙ্গে করা যাবে না।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১৭, ২০২০ ১৫:৩৪ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সিস্তানি
    আয়াতুল্লাহ সিস্তানি

ইরাকের শীর্ষ শিয়া আলেম গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, দখলদার ইসরাইল সরকার লাভবান হয় -এমন কোনো লেনদেন তার সঙ্গে করা যাবে না।

আয়াতুল্লাহ সিস্তানির কাছে জানতে চাওয়া হয়- এমন কোনো কোম্পানির পণ্য কেনা বা বিক্রি করা যাবে কি না যার একটি অংশ ইসরাইলের সমর্থনে ব্যয় হবে। জবাবে ইরাকের শিয়া আলেম জানিয়েছেন, ইসরাইলি পণ্য কেনাবেচা জায়েজ নয় এবং যেসব কোম্পানি জোরালোভাবে ইসরাইলকে সমর্থন করছে তাদের সঙ্গেও বাণিজ্যিক লেনদেন করা যাবে না।

Image Caption

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী ইসরাইলি পণ্য বয়কটের আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তা বেশ জোরদার হয়েছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ইসরাইল সরকার।#

পার্সটুডে/এসআইবি/১৭