সৌদি আরবে মসজিদুল হারামের গেটে গাড়ির ধাক্কা
https://parstoday.ir/bn/news/west_asia-i84289-সৌদি_আরবে_মসজিদুল_হারামের_গেটে_গাড়ির_ধাক্কা
সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের গেটে গাড়ি ধাক্কার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রাষ্ট্রীয় সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে এক চালক গাড়ি নিয়ে মসজিদের গেটে দ্রুতগতিতে ধাক্কা দিয়ে প্রবেশের চেষ্টা করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩১, ২০২০ ১৮:৩৭ Asia/Dhaka
  • সৌদি আরবে মসজিদুল হারামের গেটে গাড়ির ধাক্কা

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের গেটে গাড়ি ধাক্কার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রাষ্ট্রীয় সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে এক চালক গাড়ি নিয়ে মসজিদের গেটে দ্রুতগতিতে ধাক্কা দিয়ে প্রবেশের চেষ্টা করে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ওই চালককে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, গাড়িটি মসজিদের আঙ্গিনায় দ্রুতগতিতে চলার সময় প্লাস্টিকের ব্যারিকেডগুলোকে ধাক্কা দিয়ে সোজা সামনে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত একটি দরজায় ধাক্কা দেয়।

সৌদি বার্তা সংস্থা আরও জানিয়েছে, আটক গাড়িচালক সৌদি নাগরিক। তিনি মানসিক ভারসাম্যহীন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর এই মাসে আবারও মসজিদুল হারামে জামায়াতে নামাজ আদায় শুরু হয়েছে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।