মুক্তি পেয়েছেন ইসরাইলি কারাগারে অনশন পালনকারী সেই ফিলিস্তিনি
https://parstoday.ir/bn/news/west_asia-i84914-মুক্তি_পেয়েছেন_ইসরাইলি_কারাগারে_অনশন_পালনকারী_সেই_ফিলিস্তিনি
ইহুদিবাদী ইসরাইলের কারাগারে টানা ১০৩ দিন অনশন পালনকারী ফিলিস্তিনি নাগরিক মাহের আল-আখরাস অবশেষে মুক্তি পেয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৬, ২০২০ ১৮:২৮ Asia/Dhaka
  • মুক্তি পোয়েছেন মাহের আল-আখরাস
    মুক্তি পোয়েছেন মাহের আল-আখরাস

ইহুদিবাদী ইসরাইলের কারাগারে টানা ১০৩ দিন অনশন পালনকারী ফিলিস্তিনি নাগরিক মাহের আল-আখরাস অবশেষে মুক্তি পেয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরের বেথেলহাম শহর-ভিত্তিক মানবাধিকার সংগঠন প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি বা পিপিএস জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) আখরাস ইসরাইলের কারাগার থেকে মুক্তি পান। তিনি বর্বর ইসরাইলি শাসকগোষ্ঠীর প্রশাসনিক আদেশ বলে বিনা বিচারে আটক ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে তিনি লাগাতার অনশন ধর্মঘট পালন শুরু করেন।

অনশনের এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাহের আল-আখরাস

পিপিএস জানিয়েছে, দখলদার ইসরাইল কর্তৃপক্ষ জাবারা চেকপয়েন্ট দিয়ে তাকে ফিলিস্তিনে পাঠায় এবং নাবলুস শহরের আল-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তির পর মাহের আল-আখরাস বলেন, “সমস্ত প্রশংসা আল্লাহর এবং আমি আমার পরিবার ও ফিলিস্তিনি জনগণের মাঝে ফিরে এসেছি। ইনশাল্লাহ একদিন আমরা এই দখলদার শক্তির কবল থেকে মুক্তি পাবো এবং আমাদের জনগণের ইচ্ছাশক্তি বিজয়ী হবে।” আখরাস বলেন, “ফিলিস্তিন স্বাধীন করা ছাড়া আমাদের বিজয় পূর্ণ হবে না।”

৪৯ বছর বয়সী মাহের আল-আখরাসকে গত ২৭ মে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইহুদিবাদী সেনারা আটক করে এবং প্রশাসনিক ক্ষমতা বলে তাকে বিনা বিচারে ইসরাইলি কারাগারে আটক রাখা হয়।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।