শহীদ শেইখ নিমরের ছেলে হোসেইনকে গ্রেপ্তার করল সৌদি বাহিনী
-
শেখ হোসেইন নিমর
সৌদি আরবের বিশিষ্ট আলেম শহীদ শেইখ নিমর বাকির আন-নিমরের ছেলে শেইখ হোসেইন নিমর-কে গ্রেপ্তার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী।
নিউজ পোর্টাল ‘নাবা’ জানিয়েছে, শেখ হোসেইন নিমর-কে দু'দিন আগে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ শহরের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেদেশের নিরাত্তা বাহিনী। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার ভাগ্যে কী ঘটেছে তা কেউ জানে না।
কিছু দিন আগে সৌদি নিরাপত্তা বাহিনী শহীদ বাকির আন-নিমরের ছোট ভাই আমিন বাকির আল-নিমরসহ ওই পরিবারের বেশ কয়েক জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া দুই সপ্তাহ আগে সৌদি আরবের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাথে যুক্ত বিশেষ বাহিনী আল-আহসা এলাকায় বিশিষ্ট আলেম সাইয়্যেদ হাশিম আল-শাখস’র বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
সৌদি আরবের রাজতান্ত্রিক সরকারের সমালোচনা করার কারণে ২০১৬ সালের ২ জানুয়ারি শনিবার প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ শেইখ নিমর বাকির আন নিমর-কে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এরপর থেকে তার পরিবারের ওপর চলছে নানা নির্যাতন।#
পার্সটুডে/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।