আনসারুল্লাহকে সন্ত্রাসী ঘোষণার সিদ্ধান্ত; আমেরিকার নিন্দা করলো হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i85983-আনসারুল্লাহকে_সন্ত্রাসী_ঘোষণার_সিদ্ধান্ত_আমেরিকার_নিন্দা_করলো_হিজবুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিদায়ী প্রশাসন তার কঠোর নিন্দা এবং সমালোচনা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ১২, ২০২১ ১৯:০১ Asia/Dhaka
  • হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা
    হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিদায়ী প্রশাসন তার কঠোর নিন্দা এবং সমালোচনা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

সংগঠনটি বলেছে, এর মাধ্যমে ইয়েমেনের জনগণের মনোবল ভেঙে দেয়ার জন্য আমেরিকা এই অপরাধমূলক তৎপরতা চালাচ্ছে।

হিজবুল্লাহর পতাকা

গতকাল (সোমবার) শেষ বেলায় এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “ইয়েমেনে সৌদি আগ্রাসনে সমর্থন দিয়ে এবং অংশ নিয়ে আমেরিকা পরিতৃপ্ত হতে পারছে না সেজন্য তারা এখন আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের তিন নেতাকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার চেষ্টা করছে। আমেরিকার এটি অপরাধমূলক তৎপরতার। আনসারুল্লাহ আন্দোলন যেখানে দীর্ঘদিন ধরে অন্যায্য অবরোধ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে, সেখানে ইয়েমেনের জনগণের নৈতিক মনোবল ভেঙে দেয়ার জন্য সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করছে আমেরিকা। মার্কিন এই পদক্ষেপের ফলে ইয়েমেনে যে মানবিক এবং স্বাস্থ্যগত বিপর্যয় দেখা দেবে তার দায়দায়িত্ব আমেরিকাকে নিতে হবে।”

হিজবুল্লাহ বলেছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে আমেরিকা যে ধরনের পদক্ষেপ নিয়েছে সেই একই পদক্ষেপ আনসারুল্লাহর বিরুদ্ধেও নিতে যাচ্ছে। এর অর্থ হচ্ছে মার্কিন বলদর্পী এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে তারা শাস্তি দিতে চায়।#

পার্সটুডে/এসআইবি/১২