'আল-কায়েদা ও দায়েশের সঙ্গে ইয়েমেন-বিরোধী যুদ্ধে লিপ্ত আমেরিকা'
https://parstoday.ir/bn/news/west_asia-i86194-'আল_কায়েদা_ও_দায়েশের_সঙ্গে_ইয়েমেন_বিরোধী_যুদ্ধে_লিপ্ত_আমেরিকা'
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য এবং শীর্ষ পর্যায়ের নেতা মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং আল-কায়েদার পাশাপাশি আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ২০, ২০২১ ২০:১৯ Asia/Dhaka
  • মোহাম্মদ আলী আল-হুথি
    মোহাম্মদ আলী আল-হুথি

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য এবং শীর্ষ পর্যায়ের নেতা মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং আল-কায়েদার পাশাপাশি আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করছে।

তিনি বলেন, “ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে যারা সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে তারাই এই দায়েশ এবং আল-কায়েদার সঙ্গে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।” রাশিয়া টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ আলী আল-হুথি এসব কথা বলেন।

গত সপ্তাহে মার্কিন প্রশাসন হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে। পাশাপাশি এর তিনজন গুরুত্বপূর্ণ নেতাকেও আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়া হয়। আমেরিকার সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

আলী আল-হুথি বলেন, এই আমেরিকা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকেও সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে অথচ এসব সংগঠন নিজেদের মাতৃভূমি এবং জনগণকে রক্ষার জন্য ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে।

আনসারুল্লাহ আন্দোলনের এ নেতা আরো বলেন, আমেরিকা যে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে কালো তালিকাভুক্ত করেছে তার কোনো গুরুত্ব নেই ইয়েমেনের জনগণ ও বিপ্লবী নেতাদের কাছে।#

পার্সটুডে/এসআইবি/২০