ইরাকের ইরবিলে রকেট হামলা: নিহত ১, মার্কিন সেনা সহ কয়েকজন আহত
(last modified Tue, 16 Feb 2021 07:24:36 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১৩:২৪ Asia/Dhaka
  • রকেট হামলার স্থান দেখছেন লোকজন
    রকেট হামলার স্থান দেখছেন লোকজন

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের ইরবিল শহরে রকেট হামলায় অন্তত একজন বেসামরিক কন্ট্রাক্টর নিহত এবং মার্কিন সেনাসহ কয়েকজন আহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জোটের মুখপাত্র কর্নেল ওয়েন মারত্তো জানান, রকেট হামলায় একজন বেসামরিক কন্ট্রাক্টর নিহত এবং পাঁচজন বেসামরিক কন্টাক্টর আহত হয়েছেন। এই হামলায় আমেরিকার এক সেনা আহত হন বলেও তিনি জানান।

ইরবিল বিমানবন্দর

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হোশিয়ার জেবারি জানিয়েছেন, অন্তত পাঁচটি কাতিউশা রকেট ইরবিল শহরে আঘাত হেনেছে। যে এলাকায় রকেটগুলো আঘাত হেনেছে সেখানে বেশ কয়েকটি কূটনৈতিক মিশন রয়েছে বলে তিনি জানান। নিরাপত্তার কথা চিন্তা করেই ইরবিল বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় এবং বিমানের ফ্লাইট ওঠানামা ও স্থগিত করা হয়।

সাবেরিন নিউজ নামে একটি সংবাদমাধ্যম ইরাকের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলনের একটি বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে জনপ্রিয় আন্দোলন বলেছে, তারা দখলদার মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে। হামলায় তারা মোট ২৪টি রকেট ব্যবহার করে।#

পার্সটুডে/এসআইবি/১৬

ট্যাগ