মা’রিবকে পুরো ইয়েমেনে হামলা পরিচালনার স্থল হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i87856-মা’রিবকে_পুরো_ইয়েমেনে_হামলা_পরিচালনার_স্থল_হিসেবে_ব্যবহার_করছে_সন্ত্রাসীরা
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় কৌশলগত মা’রিব প্রদেশকে পুরো দেশের উপর হামলার উৎসস্থল হিসেবে ব্যবহার করছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা এবং দায়েশ। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ১৬:৩৫ Asia/Dhaka
  • ইয়েমেনের আল-বাইদা প্রদেশে তৎপর দায়েশ সন্ত্রাসীরা
    ইয়েমেনের আল-বাইদা প্রদেশে তৎপর দায়েশ সন্ত্রাসীরা

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় কৌশলগত মা’রিব প্রদেশকে পুরো দেশের উপর হামলার উৎসস্থল হিসেবে ব্যবহার করছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা এবং দায়েশ। 

ইয়েমেনের প্রেসিডেন্সি অফিসের পরিচালক আহমাদ হামেদ গতকাল (মঙ্গলবার) রাজধানী সানায় এক অনুষ্ঠানে এ তথ্য জানান। এসব সন্ত্রাসীকে সৌদি সামরিক অফিসাররা প্রশিক্ষণ দিচ্ছেন বলেও জানান তিনি। 

আহমাদ হামেদ বলেন, এসব সন্ত্রাসী সৌদি সামরিক কর্মকর্তাদের অধীনে কাজ করে এবং তারা গাড়িবোমা হামলা চালায়। এছাড়া, সন্ত্রাসীরা ডেথ স্কোয়াড গঠন করেছে বলেও জানান ইয়েমেনের শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা। 

মারিব প্রদেশে হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের চলমান সামরিক অভিযান সম্পর্কে কিছু মহলের সমালোচনার জবাবে হামেদ বলেন, যখন সানা আল-কায়েদা ও দায়েশের হুমকির মুখে ছিল তখন এই সমালোচকরা চুপ ছিল কিন্তু তারাই এখন চিৎকার করছে।

তিনি প্রশ্ন করেন- সানা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হওয়ার পরও কেন তারা চুপ? অথচ এই বিমানবন্দর বন্ধের কারণে হাজার হাজার ইয়েমেনি রোগী মারা যাচ্ছে। তিনি আরো প্রশ্ন করেন- ইয়েমেন অভিমুখী যেসব তেলবাহী জহাহাজ আটকে রেখেছে সৌদি আরব তা নিয়ে কেন সমালোচকদের উদ্বেগ নেই?#  

পার্সটুডে/এসআইবি/২৪