শত্রুকে সহযোগিতার অভিযোগ; সৌদি ৩ সেনার মৃত্যুদণ্ড কার্যকর
-
ফাইল ফটো
শত্রুকে সহযোগিতার অভিযোগে সৌদি আরবের তিন সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে কোন দেশের শত্রুকে এসব সেনা সহযোগিতা করেছেন তা পরিষ্কার করা হয় নি। শত্রুকে এই সহযোগিতার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ের বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করেছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “শত্রুদেরকে সহযোগিতা করার মতো চরম বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।” তাদের বিশ্বাসঘাতকতার জন্য সৌদি সামরিক বাহিনীর স্বার্থ হুমকির মুখে পড়েছিল বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।
বিবৃতিতে তিন সেনার নাম মোহাম্মাদ বিন আহমেদ, শাহের বিন ঈসা ও হামুদ বিন ইবরাহিম বলে উল্লেখ করা হয়েছে। তবে কোন দেশের শত্রুকে তারা সহযোগিতা করেছে তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয় নি। ইয়েমেন সীমান্তের কাছে এসব সেনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১১