ব্যর্থ অভ্যুত্থানে ভূমিকার জন্য সৌদি যুবরাজকে জর্ডানের রাজার কড়া বার্তা: রিপোর্ট
(last modified Fri, 23 Apr 2021 11:58:41 GMT )
এপ্রিল ২৩, ২০২১ ১৭:৫৮ Asia/Dhaka
  • জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ
    জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ

জর্ডানে ব্যর্থ অভ্যুত্থানে মদদ দেওয়ার অভিযোগ এনে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের কাছে মৌখিক বার্তা পাঠিয়েছেন সেদেশের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ।

মুহাম্মাদ বিন সালমানের কাছে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে এই বার্তা পৌঁছানো হয়েছে বলে একটি বিশ্বাসযোগ্য সূত্র জানিয়েছে। এ বার্তায় দ্বিতীয় আব্দুল্লাহ নিজের ক্ষোভের কথাও স্পষ্টভাবে জানিয়েছেন। অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়ায় বিন সালমান হস্তক্ষেপ করছেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। সৌদি ওইকিলিক্স নামের একটি সংবাদ সূত্র এ খবর প্রকাশ করেছে।

এছাড়া সৌদি যুবরাজ বিন সালমানের এক সময়ের উপদেষ্টা বাসাম আউয়াদাল্লাহ'র মুক্তির যে আবেদন রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাজার নির্দেশে অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত ১৬ জনকে মুক্তির কথা জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল।

কিন্তু একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, বাসাম আউয়াদাল্লাহ ও আশ-শারিফ হাসান বিন যেইদ অভ্যুত্থান ষড়যন্ত্রে মূল ভূমিকা পালনকারীদের অন্যতম। কাজেই তাদেরকে মুক্তি দেওয়া হবে না।

বাসাম আউয়াদাল্লাহ জর্ডানের পাশাপাশি সৌদি আরবেরও নাগিরক। সৌদি যুবরাজের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। এছাড়া আশ-শারিফ হাসান বিন যেইদ এক সময় সৌদি আরবে জর্ডানের রাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ৪ এপ্রিল জর্ডানের সরকার সেদেশের রাজাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার কারণে সাবেক যুবরাজ হামজা বিন হোসেইন ও কয়েকজন সাবেক পদস্থ কর্মকর্তাকে আটক করে। এর কয়েক দিন পর এক ভিডিও বার্তার মাধ্যমে সাবেক যুবরাজ হামজা বিন হোসেইন ক্ষমাপ্রার্থনা করেন এবং রাজার প্রতি পরিপূর্ণ আনুগত্য ঘোষণা করেন। এরপর তাকে মুক্তি দেওয়া হয়।#

 পার্সটুডে/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ