আয়াতুল্লাহ খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা জানাল ফিলিস্তিনি সংগ্রামী দলগুলো
https://parstoday.ir/bn/news/west_asia-i91792-আয়াতুল্লাহ_খামেনেয়ীর_প্রতি_কৃতজ্ঞতা_জানাল_ফিলিস্তিনি_সংগ্রামী_দলগুলো
এ বছরের কুদস দিবসের ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের চারটি প্রতিরোধ সংগঠন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৮, ২০২১ ০৫:৪৮ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

এ বছরের কুদস দিবসের ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের চারটি প্রতিরোধ সংগঠন।

এসব সংগঠন আয়াতুল্লাহ খামেনেয়ীকে লেখা আলাদা আলাদা চিঠিতে তার প্রতি এ কৃতজ্ঞতা জানিয়েছে।

সোমবার সর্বোচ্চ নেতার কাছে পাঠানো চিঠিতে পপ্যুলার ফ্রন্ট, ফাতাহ ইন্তিফাদা গ্রুপ, ফিলিস্তিনি পপ্যুলার স্ট্রাগল ফ্রন্ট এবং ফিলিস্তিনি কোয়ালিশন ফোর্সেস বলেছে, আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফিলিস্তিনি জনগণের স্বাধীকার আন্দোলনের প্রতি সমর্থন ও ইসরাইলকে স্বীকৃতি না দেয়ার যে নীতি ঘোষণা করেছ্নে তাতে প্রতিরোধ সংগঠনগুলো উজ্জীবিত হয়েছে।

চিঠিতে এসব সংগঠন  আরো বলেছে, ফিলিস্তিন প্রসঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টি ও ফিলিস্তিনিদের প্রতি মুসলিম উম্মাহর সমর্থন আদায়ে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এসব ফিলিস্তিনি সংগঠন ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রামকে উজ্জীবিত রাখতে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির ভূমিকা কৃতজ্ঞতাভরে স্মরণ করেছে। জেনারেল সোলাইমানিকে ২০২০ সালের জানুয়ারি মাসে ইরাকে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন হামলা চালিয়ে শহীদ করে।

ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি রমজান মাসে শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছিলেন, ইসরাইল কোনো রাষ্ট্র নয় বরং ফিলিস্তিনসহ গোটা মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধরত একটি সন্ত্রাসী আস্তানা। তিনি আরো বলেন, স্বাধীন না হওয়া পর্যন্ত গোটা মুসলিম উম্মাহর এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত থাকবে ফিলিস্তিন।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।