‘ইসরাইলি সামরিক বাহিনীর ভাবমর্যাদা চূর্ণ করে দিয়েছে ফিলিস্তিনিরা’
https://parstoday.ir/bn/news/west_asia-i91930-ইসরাইলি_সামরিক_বাহিনীর_ভাবমর্যাদা_চূর্ণ_করে_দিয়েছে_ফিলিস্তিনিরা’
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পররাষ্ট্র রাজনীতি বিষয়ক প্রধান খালেদ মিশ’আল বলেছেন, অবরুদ্ধ গাজাভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর দম্ভ এবং ভাবমর্যাদাকে চূর্ণ করে দিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২০, ২০২১ ২৩:২৬ Asia/Dhaka
  • খালেদ মিশ’আল
    খালেদ মিশ’আল

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পররাষ্ট্র রাজনীতি বিষয়ক প্রধান খালেদ মিশ’আল বলেছেন, অবরুদ্ধ গাজাভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর দম্ভ এবং ভাবমর্যাদাকে চূর্ণ করে দিয়েছে।

ফিলিস্তিনের আল-আকসা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন খালেদ মিশআল।

হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আরো বলেন, ফিলিস্তিনিদের নতুন ইন্তিফাদার কারণে আল-কুদস এর জনগণ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন এবং যখন আল-কুদসের জন্য জেগে উঠেছে তখন গাজা উপত্যকা অসম্ভবকে সম্ভব করেছে।

হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আরো বলেন, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং আল-কুদস শহরের জনগণকে ঘুরে দাঁড়ানো প্রয়োজন এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে এই গণজাগরণ অব্যাহত রাখতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২০