হামাস-ইসরাইল যুদ্ধবিরতির পর আমেরিকা-ইউরোপের ফ্লাইট পরিচালনা শুরু 
(last modified Sun, 23 May 2021 06:46:33 GMT )
মে ২৩, ২০২১ ১২:৪৬ Asia/Dhaka
  • ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান
    ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান

ইহুদিবাদী ইসরাইল ও গাজা উপত্যকার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসসহ সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গতকাল (শনিবার) থেকে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন এয়ারলাইন্স ইসরাইল অভিমুখে তাদের বিমানের ফ্লাইট পরিচালনা শুরু করেছে। 

আল-কুদস দখলকারী ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও জিহাদ আন্দোলন চলতি মাসের গোড়ার দিকে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর অংশ হিসেবে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বিমানবন্দরটিতে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিতে বাধ্য হয় ইসরাইল।  

যুদ্ধবিরতি ঘোষণার পর পরিস্থিতি শান্ত হওয়ায় ইউনাইটেড, ডেল্টা এবং আমেরিকান শুক্রবার বলেছে, তারা ইসরাইল অভিমুখে বিমানের ফ্লাইট পরিচালনা শুরু করছে। টাইমস অব ইসরাইল এ খবর দিয়েছে।

এরইমধ্যে শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে ডেল্টা ও ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান তেল আবিব যায়। এসব এয়ারলাইন্স বলেছে, তারা ঘনিষ্ঠভাবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং সে অনুযায়ী বিমানের ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেবে। তবে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তারা সোমবার থেকে বিমানের ফ্লাইট পরিচালনা শুরু করবে। এছাড়া, লুফথান্সা, অস্ট্রিয়ান ও সুইস এয়ারলাইন্স আজ (রোববার) থেকে ফ্লাইট শুরু করবে। 

গত ১২ মে থেকে ইউনাইটেড ইসরাইল অভিমুখে তাদের বিমানের ফ্লাইট পরিচালনা স্থগিত করে। তবে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স এমিরেটস ও ফ্লাই দুবাই কখনো ফ্লাইট পরিচালনা স্থগিত করে নি।#  

পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ