ইসরাইলি নেতারা যুদ্ধাপরাধী, তাদের বিচার করতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i92200-ইসরাইলি_নেতারা_যুদ্ধাপরাধী_তাদের_বিচার_করতে_হবে_ইরান
জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরাইল, এই অপরাধের বিচার করতে হবে। তিনি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেসামরিক মানুষের জীবনরক্ষা বিষয়ক এক বৈঠকে এ কথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২৬, ২০২১ ১৬:৫২ Asia/Dhaka
  • তাখতে রাভানচি
    তাখতে রাভানচি

জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরাইল, এই অপরাধের বিচার করতে হবে। তিনি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেসামরিক মানুষের জীবনরক্ষা বিষয়ক এক বৈঠকে এ কথা বলেন।

রাভানচি আরও বলেছেন, ইসরাইল গাজায় যা করেছে তা স্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান। এটা অবশ্যই যুদ্ধাপরাধ  ও মানবতার বিরুদ্ধে অপরাধ।

ইরানের প্রতিনিধি আরও বলেন, ইসরাইলের প্রতি আমেরিকার নির্লজ্জ সমর্থনের কারণে এবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত প্রকাশ করতে পারেনি।

এ সময় তিনি ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে বলেন, ইয়েমেনেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক মানুষ হত্যা করছে আগ্রাসী বাহিনী। এ ধরণের অপরাধ অবিলম্বে বন্ধ হতে হবে।

বেসামরিক মানুষদের জীবন বাঁচানোর ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে রাভানচি বলেন, নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।